1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অনুপমের গানে অনিমেষ-জয়ার রসায়ন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

অনুপমের গানে অনিমেষ-জয়ার রসায়ন

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ সেপটেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা, বিনোদন:চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী’। অনম বিশ্বাস পরিচালিত ছবিটির ভিন্ন কৌশলের প্রচারণা দৃষ্টি কেড়েছে সকলের। আর এবার প্রচারণার অংশ হিসেবে ইউটিউবে মুক্তি পেল ‘দেবী’র দ্বিতীয় গান। যে গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিম বাংলার তুমুল জনপ্রিয় শিল্পী অনুপম রায়। আর এই গানের দৃশ্যায়নে রসায়নে পাওয়া গেল অভিনেত্রী জয়া আহসান ও অনিমেষ আইচকে!
পোস্টার, টিজার ও সম্প্রতি মমতাজের কণ্ঠে গাওয়া ‘দোয়েল পাখি কন্যা’ গান দিয়ে রীতিমত আলোড়ন ফেলেছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দেবী’। আর এরমধ্যে ‘দেবী’র জন্য গান নিয়ে চমকে দিলেন অনুপম রায়।
সোমবার সকালে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় অনুপমের কণ্ঠে গাওয়া দেবীর দ্বিতীয় গান ‘দু মুঠো বিকেল’। ‘ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি/দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি/আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি/আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি’-এমন কথার গানটিতে শুধু কণ্ঠই দেননি অনুপম, বরং গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই।
গানের দৃশ্যায়নে ফুটে উঠেছে জয়া আহসান ও অনিমেষ আইচের জমজমাট রসায়ন। ‘দেবী’তে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। দু’মুঠো বিকেল গানটির মুক্তির আগেই ‘দেবী’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ‘রাস্তার পাশে ট্রামলাইন’ খ্যাত গায়ক অনুপম।
দেবী’র সঙ্গে নিজের সম্পৃক্ততা ছাড়াও হুমায়ূন আহমেদের গল্প থেকে সিনেমাটি তৈরি হচ্ছে বলেও মুখিয়ে আছেন অনুপম। এমনটা জানিয়ে এই সংগীতশিল্পী জানান, আমার অত্যন্ত প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদ। তার একটি লেখাকে বেইজ করে যখন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তখন আমার আগ্রহতো থাকবেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ‘দেবী’র টিজারে আমি মুগ্ধ হয়েছি। প্রচুর মানুষ এটা পছন্দ করেছেন। ছবির জন্য এবং ছবির পুরো টিমের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।
গেল ৭ সেপ্টেম্বর ‘দেবী’ মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির তারিখে পরিবর্তন এনেছেন জয়া। জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিবেন তিনি।
আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।

খবর২৪ঘণ্টা,কম/জন

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST