নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার নগরীর বাজে কাজলা এলাকার নদীর ধার থেকে ফেন্সিডিলসহ ও ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। সে চরের বাসিন্দা বলে জানা গেছে। বস্তাসহ ফেন্সিডিল আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিম কমিশনার ফজলুল করিম বলেন, ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।