নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে রিপন (৩৫) নামের একব্যক্তি আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার সেলিমের ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন সে গলায় ফাঁস দিয়েছিল তা জানা যায়নি। জানা গেছে, মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক
হাসপাতালে নিয়ে আসে। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল বলেন, হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কেন ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়েছিল তা জানা যায়নি।
খবর২৪ঘণ্টা/এমকে