নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গুল-গোপুর পেট্রোলিয়াম এলপিজি অটোগ্যাস বিপননের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর কুমাপাড়া পেট্রোল পাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া আমির জাফর। বিশেষ অতিথি ছিলেন, বিএসটিআই’র পরিচালক ইঞ্জি. সেলিম রেজা, রাজশাহী ও রংপুর বিভাগের বিস্ফোরক পরিদর্শক ড. মো. আসাদুল ইসলাম, ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের সিইও মি. তসিউকি সিমবরি, ওমেরার পরিচালক তানভির আযম চৌধুরী, ব্যাবস্থাপক কামাল
হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পেট্রোলিয়ামের স্বাত্তাধিকারী মিজানুর আহম্মেদ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকদের সাথে ভাল ব্যবহার করতে হবে। সেই সাথে ভাল মানের গ্যাস সরবরাহ করতে। ভেজালমুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এ জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। মাদক ও জঙ্গিমুক্ত নগর গড়তে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহবান জানান তিনি।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।