নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ২০ কেজি গাঁজাসহ মাজেদুর রহমান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী পুঠিয়া থানার হাটশেখরপুর জাগিরপাড়া এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে। রোববার রাত পৌনে ৮টার দিকে তাকে হলিদাগাছি গ্রামস্থ ঈদগাহ বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী গ্রামস্থ ঈদগাহ বটতলা এলাকায় অপারেশন পরিচালনা করে মাজেদুরকে ২০ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে