বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, উপজেলা সদরের পশ্চিম আলোহালী জনৈক রইচ উদ্দিনের আম বাগানে কয়েকজন মাদক ব্যবসায়ী তাদের মধ্যে বড় ধরনের ইয়াবা ট্যাবলেটের চালান ভাগ-বাটোয়ারা করছে।
এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদিঘী সার্কেল) আলমগীর রহমান, দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স উক্ত বাগানে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হত্যার উদ্যোশে পুলিশের উপর ককটেল বিষ্ফোরণ করে ও গুলি ছুড়তে শুরু করে। সে সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা সদরের ডিমশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান মাহবুব (৩৬) ও একই এলাকার নয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকারিয়া (২৮) কে আটক করে। পুলিশ মাহবুবুর রহমান মাহবুব-এর দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ৩৫০ পিস ইয়াবা ও জাকারিয়ার হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ৫টি ককটেল ও ২ টি সামুরাই উদ্ধার করেছে। আসামিদের মধ্যে মাহবুবুর রহমান মাহবুবের বাম হাটুতে রক্তান্ত জখম ও জাকারিয়ার শরীরের বিভিন্ন স্থানে সাধারন জখম হয়। আসামি মাহবুবুর রহমান মাহবুবের অবস্থা গুরুতর হওয়ায় পুলিশ রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ সংক্রান্তে দুপচাঁচিয়া থানায় পুলিশ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ আটক জাকারিয়াকে আজ রবিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
খবর ২৪ঘণ্টা/ নই