নিজস্ব প্রতিবেদক :
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬ তম ব্যাচের নব নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. একেএম হাফিজ আক্তার। শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহীতে অবস্থিত পোস্টাল একাডেমী কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো, পুলিশের সাম্প্রতিক মাদক ও জঙ্গি বাদ বিরোধী কার্যক্রম জাতিসংঘে বাংলাদেশ পুলিশের অবদান, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌবরময় ভূমিকা,
জনকল্যাণমুখি পুলিশিং কার্যক্রম ইত্যাদি বিষয়ে বক্তব্যে প্রদান করেন। এছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়নের সকল ধরনের সরকারী ও বেসরকারী সকল ধরনের দপ্তরের সু-সম্বনয় ও পারস্পারিক সহযোগীতার উপর গুরুত্ব প্রদান করেন। নব নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের পুলিশ কমিশনার অভিনন্দন জানান এবং তাদের উজ্বল ভবিষ্যত কামনা করেন। এ সময় ডিসি (শাহমখদুম) মোঃ হেমায়েতুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সদর) মোঃ ইফতে খায়ের আলম উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে