1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ সেপটেম্বর, ২০১৮

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী নামোটোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছে বলে র‌্যাব জানায়। নিহত ব্যক্তি উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের ইউপি সদস্য আলমের ছেলে আবুল হোসেন বাবু (৩৭)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় বৃস্পতিবার রাতে র‌্যাবের একটি দল টহল দিচ্ছিলো।

ওই এলাকার একটি আমবাগানে ৪/৫ জনের একটি মাদক চক্রের দল মাদক কেনা-বেচা করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ওই মাদক মাদক ব্যবসায়ীদের দল। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই আমবাগানে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ডগুলি ও ১৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায় ।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST