বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মায় নৌকা ডুবিতে মাঝিসহ ৭ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। কাঠ বোঝায় নৌকাটি ডুবে যাওয়ার ২ ঘন্টা পর তাদের উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া নৌকাটির সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাঘার লক্ষীনগর চর থেকে কাঠ বোঝাই করে লালপুরের বিলমাড়িয়ায় রওনা দেন ময়েন উদ্দিন মাঝি। কিছুদুর যাওয়ার পর ¯্রােতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। সাঁতরে কিনারে উঠার চেষ্টা করে নৌকার মাঝি ও শ্রমিকরা। পদ্মার অপর প্রান্ত থেকে বিষয়টি দেখার পর,নৌকা নিয়ে ঘটনার দুই ঘন্টা পর পদ্মার পূর্ব দিক থেকে তাদের উদ্ধার করা হয়।
নৌকার মাঝি ময়েন উদ্দিন লালপুর উপজেলার হায়াতুল্লার ছেলে বলে জানা গেছে। চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম বিষয়টি নিশ্চিত করেছেন
খবর ২৪ঘণ্টা/ নই