বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের নিজ এলাকা থেকে তাতের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলো- উপজেলার বাউশা গ্রামের মৃত আফসার আলী ছেলে মহাসিন আলী (৫৫) ও তার ছেলে আল মামুন হোসেন (৩০)।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেণ ওসি।
জেএন