1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘নির্বাচন করব না, হয়তো নির্বাচনকালীন সরকারে থাকব’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

‘নির্বাচন করব না, হয়তো নির্বাচনকালীন সরকারে থাকব’

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৬ সেপটেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচনকালীন সরকারে আপনি থাকছেন-তো, সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জানি না, সম্ভবত আছি। এটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। যখন তিনি নির্বাচনী মন্ত্রিসভা করবেন তখন তিনি এটা ঠিক করবেন। তবে আমার ধারণা যে, আমি হয়তো থাকবো। তার একটি কারণ হল, আমিতো আর নির্বাচন করছি না।

তাহলে আপনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।

তাহলে আপনার আসনে কে নির্বাচন করবেন, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মনোনয়ন কমিটি যখন নির্বাচিত করবে…এমনি আমি আমার ভাইকে (সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী) সাপোর্ট করবো, সে যদি মনোনয়ন পায়।

নির্বাচনকালীন সরকার কবে গঠন হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। গতকাল (বুধবার) আমি আমার মতামত দিয়েছিলাম মাত্র। একজন নাগরিক হিসেবে সাজেস্ট করেছি মাত্র।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন বলে দাবি করেন অর্থমন্ত্রী।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনারা ভোগাস অভিযোগ করছেন। একজামপল দেন…লাস্ট নির্বাচন হয়েছিল ২০১৪ সালে, একটি দল পার্টিচিপিট করেনি, এটা দুর্ভাগ্য, কিন্তু ফেয়ারনেস নিয়ে প্রশ্ন উঠিয়েছেন কেউ?

 খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST