নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’ উপলক্ষে রাজশাহী মহানগরীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহী বিদ্যুৎ অফিসের সামনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। এরপর র্যালিটি সেখান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বিদ্যুৎ অফিসে গিয়ে শেষ হয়।
জ্বালানি ও বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের পালন করা হচ্ছে। আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
খবর ২৪ ঘন্টা/এমকে