1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারত’-এ অভিনয়ের জন্য প্রিয়াঙ্কাই পরিচালককে অনুরোধ করেছিল: সালমান - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

ভারত’-এ অভিনয়ের জন্য প্রিয়াঙ্কাই পরিচালককে অনুরোধ করেছিল: সালমান

  • প্রকাশের সময় : বুধবার, ৫ সেপটেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: বাজিরাও মাস্তানি’ সিনেমাটিতে অভিনয় করেই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেন প্রিয়াঙ্কা চোপড়া। সৌজন্যে তার ধারাবাহিক নাটক ‘কোয়ান্টিকো’। সেই সূত্রে তিনি তার প্রথম হলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। এর ফাঁকে ‘জয় গঙ্গাজল’ নামে একটি সিনেমায় শেষবারের মতো বলিউডে অভিনয় করেন প্রিয়াঙ্কা।

দীর্ঘ সময় হলিউডে থাকার পর বলিউডে ফেরার জন্য ভালো একটি চিত্রনাট্য খুঁজছিলেন তিনি। পেয়ে যান আলি আব্বাস জাফরের ‘ভারত’। কিন্তু সেখান থেকেও বিদায় নিয়েছেন তিনি। শুটিং শুরুর পর প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারেননি সালমান খান। এবার সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে সালমান জানালেন, ‘ভারত’-এ অভিনয় করার জন্য আলি আব্বাস জাফরকে প্রিয়াঙ্কাই ফোন করেছিলেন।

সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১২তম সিজনের সাংবাদিক সম্মেলনে সালমানকে প্রিয়াঙ্কার সিনেমা থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয়। সালমান বলেন, ‘এটা প্রিয়াঙ্কার একটা গুণ যে শুটিং শুরুর পাঁচ দিন আগে সে সিনেমাটি করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। আমি গর্বিত যে ক্যাটরিনা কাইফ এখন এই ছবির অংশ। ক্যাটরিনাই প্রযোজকের প্রথম নির্বাচন ছিল। কিন্তু প্রিয়াঙ্কা আলি আব্বাস জাফরকে ফোন করে সিনেমাটিতে কাজ করার জন্য অনুরোধ করেছিল। তাই আমরা তাকে চরিত্রের জন্য নিয়েছিলাম।’

২০১৯ সালে ঈদ উপলক্ষে মুক্তি পাবে ‘ভারত’। সালমান-ক্যাটরিনা ছাড়াও এতে দেখা যাবে টাবু, দিশা পাটানিকে। প্রিয়াঙ্কা প্রসঙ্গে সালমান আরও বলেন, ‘আমি আশা করি প্রিয়াঙ্কার চুক্তি করা বাকি সিনেমাগুলো যেন ভালোভাবে সম্পন্ন হয়। এখন সে কারো বাগদত্তা। আমরা বেশ আনন্দিত তার জন্য। আশা করি শিগগিরই তাদের বিয়ে হোক, সন্তান আসুক ও ভালোভাবে জীবন কাটুক তার।’

এদিকে ‘ভারত’ ছাড়ার পর প্রিয়াঙ্কা এখন ফারহান আখতারের ‘স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় শুটিং শুরু করেছেন। অন্যদিকে ‘কাউবয় নিনজা ভাইকিং’ নামের একটি হলিউড সিনেমাতেই দেখা যাবে তাকে। এই দুই সিনেমার জন্যই প্রিয়াঙ্কা ‘ভারত’ ছেড়ে বেরিয়ে এসেছেন বলেই অনেকের ধারণা। এ ছাড়া মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে এই সেপ্টেম্বরেই বিয়ের কাজটি সম্পন্ন করতে পারেন বলে জল্পনা চলছে বি টাউনে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST