খবর ২৪ঘণ্টা ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় এক স্কুলছাত্র আহত হয়। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া এলাকায় গাইবান্ধার-সাঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন দই ব্যবসায়ী। তাঁদের মধ্যে সজীব চন্দ্র ঘোষ (২৭) সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্লা-ঘোষপাড়া (ভরতখালী) গ্রামের গৌরাঙ্গ চন্দ্র ঘোষের ছেলে। আরেকজন সজীবের মামা নরোত্তম ঘোষ (২৫)। তাঁর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। তিনি উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিহত ব্যক্তিরা মোটরসাইকেলে করে গাইবান্ধার দিক থেকে সাঘাটার দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে সাতটার দিকে মোটরসাইকেলটি চিথুলিয়ায় পৌঁছালে বাদিয়াখালীগামী ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তখন সড়ক দিয়ে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক স্কুলছাত্র আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত স্কুলছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, দুজনের লাশ উদ্ধার করা থানায় আনা হয়েছে। আহত স্কুলছাত্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক্টর জব্দ করলেও এর চালক ও তাঁর সহকারী পলাতক।
খবর ২৪ঘণ্টা/ নই