নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল বুধবার ৫ সেপ্টেমবর সকাল ১০টায় শপথ নিবেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন ও কাউন্সিলরগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন। গত দু’দিন আগেই তিনি রাজশাহী থেকে ঢাকা গিয়েছেন এবং মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে থেকে বাসে করে শপথ নেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন ৩০ জন কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।শপথ উপলক্ষে বেশকিছু নেতাকর্মী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৩০ জুলাই অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন লিটন। তার নিকটতম বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট।
খবর২৪ঘণ্টা/এমকে