খবর ২৪ঘণ্টা ডেস্ক: নেত্রকোনার বারহাট্টায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হাবিবুর রহমান শেখ (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ধানের চারা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। হাবিবুর রহমান শেখ উপজেলার আসমা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া গ্রামের আব্দুল হাই শেখের পুত্র।
বারহাট্টা থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গত রাতে হাবিবুর মাছ ধরতে বাড়ির অদূরে বিলে যায়। সেখান থেকে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকলে সোমবার সকালে বিলের কাছে ধানের চারা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
খবর ২৪ঘণ্টা/ নই