খবর২৪ঘণ্টা ডেস্ক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে জোরালো কর্মসূচি আসছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী এবং অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব।
বিএনপি চেয়ারপারসনের যে মুক্তি আন্দোলন তাতে প্রায় এক মাস যাবত কোনো কর্মসূচি নেই -সাংবাদকিদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এটা ভুল কথা আপনাদের। আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কর্মসূচি থাকে। আবারও কর্মসূচি আসছে। জোরালো কর্মসূচি আসছে। সময়মতো জোরালোভাবেই ঠিক সময়ে দেখতে পাবেন কেমন কর্মসূচি আসছে।’
জেএন