নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শিক্ষানীতি-২০১০ এ বর্ণিত নির্দেশনা অনুসারে জাতীয়করণের জন্য ঘোষিত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত করে বিধিমালা জারির প্রতিবাদে পরীক্ষাসহ সকল নিয়মিত কার্যক্রম থেকে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে রাজশাহী মহানগরীতে অবস্থিত কলেজগুলোর শিক্ষকরা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঘোষিত কর্মসূচী অনুযায়ী তারা এ কর্মবিরতি পালন করছেন। গতকাল রোববার ও সোমবার এ কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
কর্মবিরতি চলাকালে রাজশাহী সরকারি কলেজ সহ অন্যান্য সরকারি কলেজগুলোতে কোন ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে