খবর ২৪ঘণ্টা ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের তিনরাস্তা নামক স্থানে জাকির (৫৫) নামের এক ব্যক্তি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শনিবার রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। জাকিরের বাড়ী পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, জাকির জেলা আন্তঃদল ডাকাত সর্রদার। তার নামে ১১টি মামলা রয়েছে। জাকিরকে ১ দিন আগে পুলিশ খুলনা থেকে গ্রেফতার করে আনে। এরপরে ইন্দুরকানী থানার মামলায় জাকিরকে জিজ্ঞাসাবাদ শেষে জাকিরকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে পত্তাশীর তিনরাস্তা নামক স্থানে যায় পুলিশ। সেখানে পৌঁছালে একটি বাগান থেকে পুলিশকে লক্ষ করে গুলি চালায় জাকিরের সহযোগীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে জাকির প্রাণ হারায়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চাইনিস কুড়াল, দা, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড বন্দুকের গুলি, ১২টি গুলির খোসা উদ্ধার উদ্ধার করা হয়েছে বলে জানায় থানার ওসি।
খবর ২৪ঘণ্টা/ নই