নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহতরা লেন, কাটাখালীর দেওয়ানপাড়া এলাকার নাজিম (৫০) ও তার নাতি আরাফাত (৩) আহত দুজন হলেন, নাজিমের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও তাদের আরেক নাতি নোমান (৫)। এরমধ্যে আহত একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালীর সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোভ্যানে কাপাশিয়া এলাকায় শালিকার বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ভ্যানের ডান পাশের চাকার শকাব ভেঙে রাস্তার উপর উল্টে যায়। এতে তারা চারজন আহত হন। পরে তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসকরা নাজিম ও তার নাতি আরাফাতকে মৃত ঘোঘণা করেন। আর
হাসপাতালে ভর্তি করা হয় আছিয়া বেগম। তবে নোমানকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়।
কাটাখালী থানার ওসি মেহদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন ও দুজন আহত হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে