দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুর্গাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কামারুজ্জামান লালবু (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতা শালঘরিয়া এলাকার মৃত ছেফাতুল্লাহর ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকালে বিএনপি নেতা লালবু মোটরসাইকেলযোগে দুর্গাপুরে ফিরছিলেন। এ সময় তিনি বাশপুকুর এলাকায় পৌঁছালেসামনে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিল্লুর রহমান নামের একজন আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকেন