পাবনা প্রতিনিধি: পাবনা শহরের ট্রাফিক মোড়ের পাশে বিশ্বাস ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ছয়তলা ভবনের নিচতলায় এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে দুইতলা ও তিনতলার বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।
পাবনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক এম সাইফুল ইসলাম জানান, কিভাবে আগুন লেগেছিল তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে প্রাথমকি ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।
অগ্নিকান্ডে ভবনে থাকা ব্যাংক-বীমা, ঔষধের দোকান সহ অন্তত দশটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
/জেএন