নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ এর প্রচার-প্রচারণা চলাকালে বিএনপির পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর গ্রেফতার হওয়া রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মতিউর রহমান মন্টু জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সন্ধার পর তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ তথ্য নিশ্চিত করে, রাজশাহী জেলা বিএনপির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু বলেন, হাইকোর্ট থেকে জামিনের পর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কাগজ পৌঁছালে তিনি সন্ধ্যার পর মুক্তি পেয়েছেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামানও এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির পথসভা চলাকালে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে সাংবাদিকসহ তিনজন আহত হন। এ ঘটনার পর বিএনপির কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলামের সাথে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এরপর ২১ জুলাই রাত পৌনে ৩টার দিকে ডিবি পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে ৫ দিনের রিমান্ডেও ছিলেন তিনি। এরপর রোববার জামিনে কারাগার থেকে মুক্তি পান।
খবর২৪ঘণ্টা/এমকে