নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ৫২ হাজার ৭০০ লিটার ধ্বংস ও দু’জনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদ-প্রাপ্তরা হলো, চারঘাট উপজেলার বড়বাড়িয়া গ্রামের জান মোহাম্মাদের ছেলে মজনু মিয়া (৩৮) ও একই গ্রামের আকতার হোসেনের ছেলে মোঃ মহিদুল ইসলাম (২৪)। এ ছাড়া আরো দু’জনকে আটক করা হয়। কিন্ত অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের থানায় পাঠানো হয়েছে। তারা হলো, বড়বাড়িয়া গ্রামের মাহবুব রহমানের ছেলে মোঃ শান্ত মিয়া (১৫) ও মকবুলের ছেলে হৃদয় মিয়া (১৫)। এরমধ্যে মজনু মিয়াকে ১ বছর ও মহিদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, ১৮ আগস্ট শনিবার সকাল ৮টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চারঘাট, রাজশাহীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বড়বড়িয়া এলাকায় র্যাবের মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দেশীমদ প্রস্তুুত, প্রক্রিয়াজাত করণ ও মজুদের অপরাধে ৪ জনকে ৫২ হাজার ৭০০ লিটার দেশীমদ, বড় ড্রাম ৬০ টি, ছোট ড্রাম ৪০ টি, বড় পাতিল ৩০ টি, মাটির পাতিল ছোট ২০ টি, সিলভারের বড় পাতিল ২০ টি, সিলভারের ছোট পাতিল ২০ টি,
মাটির তৈরী ২৫ টি বড় চাড়ী, ১৫ হাত পলিথিন, ১ টি টর্চ লাইট, ২ টি স্টীলের প্লেট, ১ টি স্টীলের গামলা ও ৩ টি হাসুয়াসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মজনু মিয়াকে ১ বছর ও মহিদুলকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়। অপরদিকে শান্ত মিয়া ও হৃদয় মিয়াকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নিয়মিত মামলা দায়ের করে সংশোধনাগারে প্রেরণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।