নিজস্ব প্রতিবেদক :
বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাত শীর্ষক মিথ্যা অভিযোগের বিরুদ্ধে রাজশাহী মহানগরীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাদিঘী মোড়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীন রফিকুল ইসলাম।লিখিত বক্তব্যে জানানো হয়, রাজশাহীর মোহনপুর উপজেলার নওনগর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম জানান, তার ছোট ভাই আকতার হোসেন ১৬ বছর ধরে সৌদি আরবে রয়েছে। ২০১৭ সালের রমজান মাসে ৬ মাসের ছুটিতে বাড়িতে এবং তার বন্ধু একই উপজেলার বেরাবাড়ি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম এসে ছুটি শেষে বিদেশ চলে যায়।
ছুটিতে আসার সময় তারা কিছু ভিসা নিয়ে এসে নিজেরাই লোকজনের সাথে যোগাযোগ করে। কার সাথে কিভাবে তারা যোগাযোগ করেছে তা তিনি বা তার ছেলে জানেন না। এমনকি কারো নিকট থেকে কোন অর্থ বা চেক গ্রহণ করেন নি। অথচ মোহনপুর উপজেলার ধুরইল এলাকার মৃত আনসার আলীর ছেলে আবু হেনা রফিকুল ও তার ছেলে মিলনের নামে মোহনপুর থানায় মিথ্যা অভিযোগ দিলে থানা তা গ্রহণ করেনি। পরে তারা রাজশাহী জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়ে রিসিভ কপি নিয়ে সাংবাদিকদের কাছে সরবরাহ করে স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ করিয়েছে।
মিথ্যা অভিযোগে সংবাদ হওয়ায় তাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্ত হওয়ার আগেই এমনভাবে সংবাদ প্রকাশ করায় তার ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি করেন তারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা দেওয়ার সময় আবু হেনা বা তার ভাইও তাকে কিছু বলেনি। আর এখন শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে এমন কাজ করছে তারা।
খবর২৪ঘণ্টা/এমকে