রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা কোরবানী ঈদকে সামনে রেখে কামার পাড়ায় চলছে এখন দিন রাত ঢং ঢং শব্দ তাই ব্যাস্ত সময় পার করছে নাটোরের কামারশালায় কামারা। এই কোরবানীর ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে নাটোরের কামার শালাগুলো। তাই ব্যাস্ত সময় পার করছেন কামার পাড়ার কামাররা। তবে কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় লাভ কমেছে কামারদের। দিন-রাত চপ্পল, চাপাতি, চাকু সহ গরু-খাসি জবাই করার অস্ত্রপাতি তৈরী ও পুরাতন অস্ত্র নতুন করে ধার ও সান করার কাজ করে চলেছেন তারা।
কোরবানীর ঈদ উপলক্ষে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ও নিচাবাজারের কামার পাড়ার কামাররা দিন রাত পরিশ্রম করছে আর অস্ত্রপাতি তৈরি করছে ।
সকাল হলে বিভিন্ন হাট বাজার সহ শহরে রাস্তার পাশে দোকান পেতে বসছে এই সব অস্ত্রপাতি বিক্রয়ের উদ্যেশ্যেই। মুসলমানরা ঈদুল আযহা ঈদে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানী করবেন। কোরবানীর পশুর চামড়া ছাড়ানো এবং মাংস কাটার জন্য চাহিদা বেড়েছে চাপ্পল, বটি, দাও, চাকু ও ছুড়ি সহ বিভিন্ন অস্ত্রপাতির। আর এই সব অস্ত্রপাতি কিনতে নাটোরের কামার পাড়ার কামারশালাগুলো সহ বিভিন্ন হাটের দোকানে ভির করছেন ক্রেতারা।
বিজন কর্মকার বলেন, বছরের এ সময়টার দিকে তাকায় থাকে কামাররা। এসময় কাজের অর্ডার বেশি প্ওায়া যায়। কাজের চাপ একটু বেশী হয়। লাভের আশায় কাজ করেন তারা। পলান কর্মকার বলেন, এখন চলছে নতুন কাজের পাশাপাশি পুরাতন অস্ত্র ধার দেওয়ার কাজেও। তবে কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় লাভ কমেছে দাবী কামারদের। সকল শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে ঈদ হয়ে উঠুক আনন্দময় এমনটাই প্রত্যাশা ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন