সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে দোলা কর্মকার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের মুজিব সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোলা কর্মকার ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ী রিপন কুমার কর্মকার ভুটানের মেয়ে ও সবুজ কানন স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, স্কুলছাত্রী দোলা রাতে বাড়ীর ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন