খেলা ডেস্ক: এর আগে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে সানিয়ার আগত সন্তানের নাগরিকত্ব বাছাই নিয়ে। এবার সানিয়া সাফ জানিয়ে দিলেন বিষয়টি।
টেনিস কিংবা ক্রিকেট নয়, সানিয়া মির্জা চান তাঁর সন্তান যেন ভবিষ্যতে বড় হয়ে চিকিৎসক হয়। টেনিস সম্রাজ্ঞী এমনই ইচ্ছা প্রকাশ করলেন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে। অক্টোবরেই শোয়েব-সানিয়ার সংসারে আসছে নতুন অতিথি। তার আগেই সোশ্যাল মিডিয়ায় আপডেট পাওয়া যাচ্ছে টেনিস সুন্দরীর। কখনও টেনিস কোর্টে দেখা যাচ্ছে সানিয়াকে। কখনও আবার বেবি বাম্প নিয়েই বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। মাঝে দুবাইয়ের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারেও নিজের অন্তঃস্বত্ত্বা পর্বের বিভিন্ন পরিকল্পনা কথা ঘোষণা করেছিলেন।
এর পরেই সর্বভারতীয় এক দৈনিকের সাক্ষাৎকারে সানিয়া জানিয়ে দিলেন, টেনিস খেলোয়াড় কিংবা ক্রিকেটার হিসেবে নয়, সন্তান যেন বড় হয়ে চিকিৎসক হয়। এর আগে একাধিক বার বিতর্ক তৈরি হয়েছে সানিয়া আগত সন্তানের নাগরিকত্ব বাছাই নিয়ে। সানিয়া সাফ জানিয়ে দিয়েছেন, সম্ভব হলে, তৃতীয় কোনও দেশের নাগরিকত্ব নেবে তাঁর সন্তান।
পাশাপাশি, নিজেদের সম্পর্কের আবহে দুই দেশের রাজনীতি নিয়েও মুখ খুলেছেন তিনি। ‘‘অনেকেই মনে করেন দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতেই আমরা বিয়ে করেছি। এটা ঠিক নয়। বছরে একবার নিজের শ্বশুরবাড়িতে যাই। ওখানে প্রচুর ভালবাসা পাই। গোটা দেশ আমাকে বউদি বলে ডাকে। ওরা আমাকে সম্মানে মুড়ে দেয়।’’ বলে দেন সানিয়া।
এর সঙ্গে সানিয়া আরও জানিয়েছেন, ‘‘প্রত্যেকের জীবনে বিভিন্ন সম্পর্কের বন্ধন থাকে। আমি আমার দেশের হয়ে খেলি। আমাদের উপরে যা দায়িত্ব থাকে, সেই বিষয়ে আমরা সচেতন। তবে এগুলো সিরিয়াসলি নেওয়া উচিত নয়। এটা ভাল শিরোনাম হতে পারে। কিন্তু আমাদের কাছে এগুলোর কোনও গুরুত্ব নেই।’’
খবর২৪ঘণ্টা.কম/জেএন