নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাফিক সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে বানেশ্বর ডিগ্রী কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম একরামুলের হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, থানা আ’লীগের সভাপতি আব্দুল মালেক। অারো উপস্থিত ছিলেন, জেলার সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক, পুঠিয়া থানার ওসি শাকিব উদ্দিন প্রমুখ।
সভায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানান। এর আগে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খবর ২৪ ঘন্টা/এমকে