খবর২৪ঘণ্টা ডেস্ক: সাভারে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আশরাফ গাজী নামের (৩০) এক চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত দুই জন। শুক্রবার সকালের দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক বাগেরহাট জেলার চিতলমারী থানার আডুয়ারন্নী চড় পাড়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি মাছ ভর্তি ট্রাক নিয়ে গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয় ট্রাক চালক। পরে সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের সালিহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাছ ভর্তি ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কদির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন