নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মানিক (৩০) নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত মানিক চারঘাট উপজেলার নতুনপাড়া এলাকার শাহাব উদ্দিনের ছেলে। তার নামে থানায় আগের ১৩টি মামলা রয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকার ধনিচাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পিস্তল, ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
চারঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তারা ধনিচাবাগানে পৌঁছা মাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও জানমাল রক্ষায় পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের পর ৪/৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী মানিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে চিকৎসাধীন রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তল, ম্যাগজিন, গুলি ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। তার বিরুদ্ধে থানায় আগের ১৩ টি মামলা রয়েছে। বৃহস্পতিবার অস্ত্র ও মাদক উদ্ধার এবং পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় আরো ৩টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে