খবর২৪ঘণ্টা ডেস্ক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে গুলি করে পালিয়েছে প্রেম প্রত্যাখ্যাত এক যুবক। ভারতের দিল্লির ভরত নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই যুবককে আটক করেছে।
২৪ বছর বয়সী ওই তরুণী পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার সঙ্গে ওই যুবকের বহুদিনের পরিচয় থাকলেও প্রেমের সম্পর্কে জড়াতে রাজি হননি ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। প্রেমিকার খবর পেয়ে তার আত্মীয়ের বাড়িতে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক। গুলির শব্দ পেয়েই ছুটে আসেন ওই তরুণীর আত্মীয়রা। তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন