নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ফেন্সিডিলসহ আব্দুর রশিদ@ চৈতী (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। ৫ আগষ্ট রাতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে আটক করে। সে চারঘাট উপজেলার শ্রীখন্ডি গ্রামের মোকছেদ আলীর ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চারঘাট থানাধীন জয়পুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদ@ চৈতীকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে