খেলা ডেস্ক: আমেরিকার মাটিতে আগে কখনও খেলেনি টাইগাররা। রোববার ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে প্রথমবার খেলতে নেমে অসামান্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তুমুল উত্তেজনাপূর্ণ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
ফলে ৩ ম্যাচের সিরিজে ১-১ এর সমতায় ফিরল টাইগররা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে পারে ক্যারিবিয়রা।
খবর২৪ঘণ্টা.কম/জেএন