নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় জাহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথাসহ সারা শরীর থেতলে গেছে। তার শারীরিক অবস্থা ভাল নয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জ কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নগরীর আমবাগান এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তার গ্রামের বাড়ি মোহনপুর উপজেলায়।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে জাহিদুল সাইকেল নিয়ে কাদিরগঞ্জ এলাকার কদমতলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথাসহ সারা শরীর থেতলে যায় ও সাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। পরে স্থানীয় একজন বাসিন্দা তাকে আহতবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভাল নয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
খবর২৪ঘণ্টা/এমকে