বিনোদন,ডেস্ক: স্বস্তিকা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার নীতির পরিবর্তন করতে গেলে সবার আগে নিজেদেরই পালটাতে হবে।
সোশ্যাল মিডিয়ায় স্তনবৃন্তের ছবি পোস্ট করলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিখ্যাত জার্মান শিল্পী মারিয়াস স্পারলিচের ওই ছবি পোস্ট করে তার ক্যাপশনে স্বস্তিকা লেখেন— ‘‘নারীর স্তনবৃন্তের ছবি পোস্ট করতে দেয় না সোশ্যাল মিডিয়া। এটা সোশ্যাল মিডিয়ার দোষ নয়, সমাজের দোষ।’’
https://www.instagram.com/p/Bl25jMbFwh7/?taken-by=swastikamukherjee13
সমাজের রক্ষণশীলতা ও নীতি-পুলিশিকে একহাত নিয়েছেন তিনি। জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার নীতির পরিবর্তন করতে গেলে সবার আগে নিজেদেরই পালটাতে হবে।
ছবিতে দেখা যাচ্ছে, এক অতিকায় স্তনবৃন্তকে রঞ্জিত করার কাজ করছেন দু’জন মানুষ। জার্মানির শিল্পী মারিয়াস স্পেরলিচের এই ছবির রূপক যা তুলে ধরেছে, স্বস্তিকার মেসেজেও সেই কথাই বলা হয়েছে।
প্রসঙ্গত, ‘দুপুর ঠাকুরপো’কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন অতীত। নতুন উদ্যমে কাজে ফিরেছেন স্বস্তিকা। এ বছর তাঁর তিনটি নতুন বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি একটি হিন্দি ছবিতেও কাজ করছেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন