নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাগমারাবাসী। মঙ্গলবার বিকেল সোয়া ৬টার দিকে মেয়রের বাসভবনে বাগমারাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহিম হোসেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, মুক্তিযোদ্ধা বীরেনন্দ্রনাথ সরকার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, আলমগীর সরকার, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, তাহেরপুর পৌর আ’লীগ সভাপতি আবু বক্কর মনসুর রহমান মৃধা, আ’লীগ নেতা দেলবর হোসেন, ভবানিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি ফেরদৌস প্রাং, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক আব্দুল জব্বার, যুবলীগ নেতা আজিজুল হক লিটন, তাহেরপুর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম আসাদ, ছাত্রলীগ নেতা জেবাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।