লালপুর (নাটোর) প্রতিনিধি : মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার চকনাজিরপুর মধ্যপাড়া গ্রাম সংলগ্ন খলিশাডাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির (৫০) লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানার ওসি (তদন্ত) তৌহিদুল ইসলাম জানান, এলাকাবাসী ওই এলাকার খলিশাডাঙ্গা নদীতে পারাপারের বাঁশের তৈরী সাঁকো এর সাথে একটি লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়।
লাশটি উপড় হয়ে পানিতে ভেসে ছিল। লাশের গায়ে নীল রংয়ের জামা রয়েছে তবে পরনে কিছু ছিলোনা। মুখে আধাপাকা দাঁড়ি ও তার ডান হাতে ২টা বৃদ্ধাঙ্গুলি সহ ৬টি আঙ্গুল রয়েছে। তিনি আরো জানান, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
নাটোরের বড়াইগ্রাম সর্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হারুনর রশিদ ও স্থানীয় পৌর কাউন্সিলর সেলিম রেজা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।