লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে লালপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি। সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও বৈদ্যনাথপুর সপ্রাবি’র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আকতারউজ্জামান খান, জহুরুল ইসলাম,মাহাবুব ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক
সমিতির সহ সভাপতি আফজালুর রহমান, আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার গিরি, যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন শাহিন, সংগাঠনিক সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ সেতু, মহিলা বিষয়ক সম্পাদক আফলাতুন নেছা পাপিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস আলী, শামিম আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারের উদ্দেশ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।