বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পুলিশ পরিচয়ের এক প্রতারকের ফাঁদে পড়ে ৩ হাজার ৭’শ টাকা খুইয়েছেন এক ব্যবসায়ী। ৩হাজার ৩’শ টাকা মূল্যের ১২ কেজি ওজনের মুরগি ও ৪’শ ষাট টাকার কৈ মাছ নিয়ে সটকে পড়েন এই প্রতারক। সোমবার বাঘা বাজারে এ ঘটনা ঘটে।
মুরগি ব্যবসায়ী জাব্বার জানান, তার দোকানের সামনে মোটর সাইকেল থেকে নেমে ওই প্রতারক বলে পনেরোদিন আগে থানায় এসেছি। বাসার ছেলেটাও নেই। শরীর খারাপের জন্য রাজশাহীতে ভোটের ডিউটিতেও যায়নি। একথা বলে তার দোকান থেকে মুরগি কেনার পর তার জিম্মায় পাশের দোকান থেকে কৈ মাছ নিয়ে, বাসায় গিয়ে টাকা দেওয়ার কথা বলে আমার দোকানের ছেলেটাকে তার সাথে পাঠাতে বলে।
তার কথা মতে দোকানে থাকা আশিককে তার সাথে পাঠান। সেখান থেকে মাছ ও মুরগি নিয়ে বাজার সংলগ্ন এক মোড়ে আশিককে নামিয়ে দিয়ে বলে তুমি দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি বলে সটকে পড়েন। প্রায় ঘন্টা খানেক অপেক্ষায় থেকে অবশেষে খালি হাতে দোকানে ফিরে আশিক। অপেক্ষায় থেকেও সে আর ফিরে আসেনি। মুরগি ব্যবসায়ী বললেন,বিশ বছরের ব্যবসা জীবনে কোন প্রতারকের ফাঁদে পড়েননি। নিজের মুরগি তো গেলোই,মাছের দামও আমাকেই এখন দিতে হবে। থানায় যোগাযোগ করে জানেন, পনেরো দিনের মধ্যে থানায় কেউ যোগদান করেনি। অফিসার রেজাউল হাসান জানান, প্রতারকের পালায় পড়েছে ওই ব্যবসায়ী
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।