নিজস্ব প্রতিবেদক :
অনিয়মের প্রতিবাদে বৃষ্টির মধ্যেও নিরবে ভোট কেন্দ্রের মাঠে বসে ছিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি খবর পান লাইনে দাঁড়ানো ভোটাররা ভোট দিতে পারছেন না। ব্যালট শেষ হয়ে গেছে বলে জানানো হয়। এমন অভিযোগ পেয়ে তিনি ছুটে যান বিনোদপুর ইসলামিয়া কলেজ ভোট কেন্দ্রে। সেখানে যাওয়ার পর প্রিজাইডিং অফিসারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তাকে জানান, ভোট হয়ে গেছে। খুব কম সংখ্যক ভোট আছে। এমন কথা শুনে তিনি ইসলামিয়া কলেজ মাঠে বসে পড়েন, এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আপনি নিজের ভোটটি এখনো দেন নি? ভোট দিবেন কিনা?
সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে দেশে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নাই। সেখানে আমার একটা ভোট দিয়ে কি হবে? আমার ভোটের গুরুত্ব কতটুকু? তিনি অভিযোগ করে আরো বলেন, এই কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রেই অনিয়ম চলছে। তারা বিএনপির মেয়র প্রার্থীর প্রধান এজেন্ট এ্যাড. তোফাজ্জল হোসেন তপু প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দেন।
ইসলামীয়া কলেজ কেন্দ্রের ২ হাজার ২৪৭টি ভোটের মধ্যে ৮৮ শতাংশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এত তাড়াতাড়ি কি করে সম্ভব ? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কোথায় আর কার কাছে অভিযোগ দিব? তাই এখানে বসে রয়েছি। কিছুক্ষণ পর প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহিল কাফি তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট চলছে। ব্যালট সংকটের কারণে কিছু সময় বন্ধ ছিল।
এদিকে, এর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পর মাঠ থেকে সবাই নিরাপদ স্থানে চলে গেলেও তিনি বৃষ্টির মধ্যেই মাঠে বসে ছিলেন। এ সময় তাকে নেতাকর্মীরা উঠতে বললেও তিনি উঠে যাননি।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।