নিজস্ব প্রতিবেদক :
বিএনপি ও ২০ দলীয় জোট মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সহধর্মীনি রেবেকা সুলতানা সিমি শুক্রবার বিকেলে ২নং ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি অত্র ওয়ার্ডের নগরপাড়া, জলদারপাড়া, শেখপাড়া ও আশ্রয়ন কেন্দ্র সহ অত্র ওয়ার্ডের বিভিন্ন বাড়ি, ব্যবসায়ী ও পথচারীদের নিকট ধানের শীষের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন। এলাকার সাধারণ জনগণ ও ভোটারগণ ধানের শীষে ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে সিমি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের বিজয় হলে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে। আর খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে। গণতন্ত্র মুক্ত হলে দেশের মানুষের সকল প্রকার স্বাধীনতা ফিরে আসবে। সেইসাথে নগরবাসীর উন্নয়ন অব্যাহত থাকবে। রাজশাহীর উন্নয়ন হলে এই নগরী বিশ্বের অন্যতম নগরীতে পরিণত হবে বলে ভোটারদের উদ্দেশ্যে বলেন তিনি ।
সিমি আরো বলেন, সরকার দলীয় প্রার্থী উন্নয়নের কথা বলে ভোটারদের ধোকা দিচ্ছেন। তিনি নগরীর উন্নয়নের একমাত্র প্রতিবন্ধকতাকারী ব্যক্তি। তিনি মেয়র হতে না পেরে গ্যাস সংযোগ বন্ধ করে দেন। ফলে নরগবাসী কোটি কোটি জমা দিয়েও আজও গ্যাস সংযোগ পায়নি। তিনি যদি উন্নয়নের রুপকার হতেন তাহলে নগরবাসীকে এত ভোগান্তিতে ফেলতেন না। তিনি আরো বলেন, সরকার দলীয় প্রার্থী জনগণের উপর করের বোঝা চাপিয়ে সাধারণ জনগণকে মহাবিপদে ফেলে দিয়েছেন। তার আত্মীয় একজন কাউন্সিলরকে নিয়মনীতি উপেক্ষা করে সিটি কর্পোরেশনে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে বসিয়ে এই করের বোঝা চাপিয়েছেন বলে জানান সিমি। আওয়ামী লীগের মিষ্টি কথায় কান না দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসী সহ রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সকল ভোটারকে অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, বুলবুল একজন ত্যাগি ও নির্যাতিত নেতা। এই নেতাকে সরকার রাজনৈতিক প্রতিহিংসা করে সিটি কর্পোরেশন থেকে দীর্ঘ ৩৬মাস দুরে রাখেন। বুলবুল যতটুকু সময় পেয়েছেন এর মধ্যেই দিনরাত পরিশ্রম করে নগরীতে প্রসস্ত রাস্তা ও ড্রেন, আধুনিক ফুটপাত, ঐতিহাসিক স্থানগুলোর উন্নয়ন, আধুনিক আলোকসজ্জা, পাড়া মহল্লার রাস্তা ও ড্রেন এবং নগরীর আবহাওয়া ও পরিবেশ ভাল রাখার জন্য পুকুর সংস্কার সহ নানাবিধ উন্নয়ন করেছেন। এছাড়াও আরো উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এগুলো সঠিকভাবে সমাপ্ত করে রাজশাহী সিটিকে আরো আধুনিক করতে ধানের শীষে ভোট দিয়ে বুলবুলকে বিজয়ী করতে অনুরোধ করেন সিমি।
এসমেয় তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য জাহান পান্না, রাজপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু ও জেলা মহিলা দলের সভাপতি রোকসানা বেগম টুকটুকি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শত শত সমর্থক ও মহিলা নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।