বিনোদন,ডেস্ক: এক সময়ে কতটা অভাবের মধ্যে দিন কাটিয়েছিলেন। কেন শাহরুখের সঙ্গে তুলনা করেছিলেন তিনি।
‘স্যাক্রেড গেমস’-এ তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের। সেফ আলি খান আরও একবার নিজেকে প্রমাণ করলেন দক্ষ অভিনেতা হিসেবে। ঠিক এরকম একটা সময়ে প্রায় তেরো বছর আগে দেওয়া সাক্ষাৎকার আবারও উঠে এল একাধিক সংবাদমাধ্যমে।
সেই সময়ে অমৃতা সিংহের সঙ্গে তাঁর ডিভোর্সের মামলা চলছে। ‘ছোটে নবাব’সেফ আলি খানের জীবন তখন মোটেও মসৃণ ছিল না। এখন করিনা কপূরের সঙ্গে সংসার সুখের হলেও অমৃতা সিংহের সঙ্গে থাকাকালীন বহু বন্ধুর পথ পেরতে হয়েছে সেফকে। সেই পথের স্মৃতিই বহন করছে এই সাক্ষাৎকার।
অমৃতা সিংহের সঙ্গে যখন ডিভোর্সের মামলা চলছে তখন ছেলে ইব্রাহিম ও মেয়ে সারা আলি খানের সঙ্গে দেখা করার অনুমতিও পেতেন না সেফ। এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমার স্ত্রী ও আমি আলাদা রাস্তা বেছে নিয়েছিলাম। আমি স্ত্রীর সিদ্ধান্তকে শ্রদ্ধা করতাম। তবুও আমাকে মনে করিয়ে দেওয়া হতো, আমি স্বামী ও বাবা হিসেবে কতটা খারাপ।’’
২০০৫ সালে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমার ছেলে ইব্রাহিমের ছবি আমার ওয়ালেটে রাখি। আমি যতবার এই ছবি দেখি আমার কান্না পায়। ওদের সঙ্গে দেখা করারও অনুমতি নেই আমার কাছে। কারণ আমার বর্তমান স্ত্রী ওদের মায়ের ব্যাপারে খারাপ মন্তব্য করবে!’’
ডিভোর্সের খোরপোশের ব্যাপারেও তিনি অনেক কিছু বলেছিলেন। অমৃতাকে তাঁর মোট ৫ কোটি টাকা দেওয়ার কথা ছিল। এছাড়াও ইব্রাহিমের ১৮ বছর হওয়া পর্যন্ত মাসে ১ লক্ষ টাকা করেও দিতেন। এই বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘‘আমি শাহরুখ খান নই। আমার কাছে অত টাকা নেই। আমি ওকে বলেছি সব টাকা দিয়ে দেব, এমনকী না খেয়ে মরলেও দিয়ে দেব।’’ শাহরুখকে নিয়ে এই মন্তব্য নিয়ে সেই সময়ে বেশ আলোচনা শুরু হয়েছিল।
সেই সময়ে সেফের সম্পর্ক ছিল রোসা ক্যাটালানার সঙ্গে। সেফ বলেছিলেন, ‘‘রোজা আর আমি একটি দুটো বেডরুমের ফ্ল্যাটে থাকি। কিন্তু তবুও বলব এত শান্তিতে আমি আগে কখনও থাকিনি।’’
যদিও পরবর্তীকালে রোজার সঙ্গেও সম্পর্ক টেকেনি সেফের। কিন্তু এখন করিনা ও তৈমুরকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন সেফ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন