নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ও ২০দলীয় জোট মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের ধানের শীষের পক্ষে জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় গতকাল বুধবার বিকেলে গণসংযোগ করেন। তিনি নগরীর ১২নং ওয়ার্ডের সাহেব বাজার, কুমারপাড়া, আলুপট্টি ও ঘোষপাড়া এলাকা সহ অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এসময়ে তিনি প্রতিটি বাসা বাড়িতে যান এবং রাজশাহীর উন্নয়ন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, দেশের বর্তমান অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। দেশটাকে খোলা কারাগারে পরিণত করেছে। দেশে এখন কোন গণতন্ত্র নাই। এছাড়াও রাজশাহী সিটির উন্নয়ন সরকার দলীয় প্রার্থী বন্ধ করে দিয়েছে। প্রতিহিংসার রাজনীতি করে নির্বাচিত মেয়র বুলবুলকে মিথ্যা মামলা দিয়ে ৩৬ মাস সিটি কর্পোরেশনের বাহিরে রেখেছিল। এই সময়ে সরকার দলীয় প্রার্থীর আত্মীয়কে অবৈধভাবে কর্পোরেশনে বসিয়ে জণগনের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছে। জনগণকে সিমাহীন সমস্যার মধ্যে ফেলে দিয়েছে বলে জানান নিপুন। সরকার দলীয় প্রার্থীর ও নেতাকর্মীদের কথায় না ভূলে রাজশাহীর উন্নয়নে বিএনপি ও ২০ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন নিপুন।
এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, নাটোর পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক গোলাম মোর্তুজা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি কৃষ্ণ কুমার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি সহ অন্যান্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা/্এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।