নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা না চালাতে গাজীপুর ও খুলনার মেয়রকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এই চিঠি দেয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে নগরের সাহেববাজার এলাকায় গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তার সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখরসহ দলের কেন্দ্রীয় নেতারা।
বিষয়টি ইসির দৃষ্টিতে এলে এই নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত, ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।