নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দামকুড়া থানার কসবা এলাকায় র্যাব-৫ এর সাথে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে র্যাবের সাথে গোলাগুলিতে আহত মাদক ব্যবসায়ীকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে র্যাব। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচর পাওয়া যায়নি।
রামেক হাসপাতাল পুলিশ বক্স জানায়, র্যাবের একটি দল আহতাবস্থায় একজন কে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি।
খবর ২৪ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।