নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় বিএনপির পথসভা চলাকালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক আসরাফুল ইসলাম হিমেলের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার আদালতের বিচারক শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, আটক হিমেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালাত। তাকে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া মোড়ে বিএনপির পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এরপর পরদিন তাকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।