খবর২৪ঘণ্টা ডেস্ক: আব্দুল রশিদ দোস্তাম একটি চত্বর পার হওয়ার প্রাক্কালে ওই বিস্ফোরণ ঘটানো হয়। কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্টানেকজাই জানান, ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন তার সমর্থকরা। এ সময় পায়ে হেঁটে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী।
তিনি জানান, ভাইস প্রেসিডেন্টের গাড়িবহর স্থানটি অতিক্রমের পরপরই বিস্ফোরণ ঘটানো হয়।
আব্দুল রশিদ দোস্তামের মুখপাত্র বশির আহমেদ তায়ানজ জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বুলেটপ্রুফ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। সূত্র: আল জাজিরা।
খবর২৪ঘণ্টা.কম/জেএন