নিজস্ব প্রতিবেদক :
বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টার দিকে নগরীর খড়খড়ি এলাকায় অবস্থিত সংস্থার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, সমন্বয়কারী আসমা খাতুন, অফিস সহকারী মিনারুল ইসলাম, মুস্তাক আহমেদ , জুবায়ের আক্তার রাজ, সংস্থার মুসরইল এলাকার সভাপতি নাজমা খাতুন, মমতাজ খাতুন প্রমূখ এ ছাড়া র্যালিতে আরো অংশগ্রহণ করেন সংস্থার সদস্য বৃন্দ।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে