বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় শনিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বাঘা থানা সূত্রে জানা যায়, বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের মৃত তুফান আলীর ছেলে সাগর আলীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
অপর দিকে উপজেলা মিরগঞ্জ হেলালপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে রুবেল মোল্লাকে ১০০ পিচ ফেন্সিডিল ও ২০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। রুবেল মোল্লা ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবা নিয়ে বাঘা উপজেলার দিকে যাচ্ছিল। সে মিরগঞ্জ বাজার এলাকা পৌছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, রুবেলের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুইজনকে রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।